Wednesday, March 13, 2019

আমি কবিতা লিখবো কি করে ?


                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সিঁধ চোরেরা এসে সমস্ত লুটপাট করে গেল
বিনিদ্র রজনি দেখলো- বিচার হলো না ।
তাশের ঘরে মতো স্বপ্নগুলো ভেঙ্গে গেলো সুখের
সঞ্চিত পাঁজর ভেঙ্গে দিয়ে গেলো- বিচার হলো না ।
বুকের নিভৃত কোণে রক্ত ক্ষরণ হলো
বিচারক বুঝলো না, প্রণেতা শুনলো না..
প্রহরী জাগলো না ।
দম্ভে দম্ভে পিষে গেলো- বিচার হলো না ।
এ কোন এজলাসে-বিচার প্রার্থীদের ফরিয়াদ ?
বজ্র কন্ঠের গর্জনে গর্জনে সিঁধ চোরেরা বহাল তবিয়তে.
বিচার হলো না ।
ওগো আজ পাঞ্জেরীরা কোথায় ?
এসে দেখো, তোমার ঘরে সিঁধ চোরেরা দিনে দুপুরে সদা জাগ্রত !

এতো চোর! এতো ডাকাতি !
এতো সঞ্চিত বেদনার অশ্রু বিন্দু, রক্ত কণা,
ক্ষত বিক্ষত প্রাণ, বিনিদ্র রজনির কম্পিত প্রহর
আমি কবিতা লিখবো কি করে ?
--------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।



No comments:

Post a Comment