-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একালের কোন কোন যুবক বা যুবতী দেখলে
বাসরের আলিঙ্গন কিংবা প্রণয় দেখা যায়
দুরন্ত গতির বাইকের মধ্যে অথবা
রিক্সা, বাস, ট্রেন, গ্রাম, শহর-
গঞ্জে
এ-রূপ দেখে বড় ঘৃণা লাগে ।
যুবক- যুবতী এখন যেন আশ্বিন কার্তিকের
কোন প্রাণীর মতো
শরীরের অবয়ব নির্লজ্জ জন্তুর মতো
উম্মুক্ত
প্রেমের নির্যাস হাসপাতাল ,ক্লিনিক
কিংবা রাস্তার ডাসবিনে
নরকের আগুনে অহরহ প্রেমের লেলিহান
শিখা
একালের কোন কোন যুবক বা যুবতীরা
বুঝেনা..
কখনো কখনো অভিভাবকও নিশ্চুপ!
আর রাষ্ট্রতো আপন অগ্নিতে আপন পুড়ে ।
একালের যুবক যুবতীরা এখন আর নৈতিক
বৃত্তের মাঝে নেই.
আধুনিক নামে অনৈতিক অগ্রাসনে হারিয়েছে
মুকুট..
পশুর মতো বিচরণ, হিংস্রের মতো
গর্জ্ন,চরিত্রহীন দর্শ্ন !
তৃণমূল পথ হারা আকাশ সংস্কৃতির চর্চায়
নগ্নতা যেন এক বিজয়ী অহংকার !
এ যে অভিশাপ ! মানুষের শ্রেষ্ঠত্ব কি
বুঝে না ?
সব ছুঁড়ে ফেলে দিয়ে যার যার ধর্মিয়
বিধানে ফিরে এসো..
হে একালের যুবক- যুবতী ।
এ যৌবন, এ শরীর, এ উম্মাদনা, এ এক
বিধির বিধানে.
তোমার অবয়বে জেগেছে আজি অপরূপ সম্মানে
।
একালের কোন কোন যুবক বা যুবতীকে দেখে
আর যেন ঘৃণা না লাগে..
জেগে ওঠ পিতা, জেগে ওঠ মাতা, পাড়া-
মহল্লা সমাজ ব্যবস্থা
ওরা যেন ডানা খুলে নৈতিক বিধানে।
------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment