-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মাঝে মাঝে বিপদ আসে আসুক
অন্তরে জেগে থাকুক শুধু অদম্য
ধৈর্য্যর চোখ
বাকী সব আল্লাহ হতে আসুক ।
শয়তান নিমগ্ন হয়ে না যেন পারে আমায়
টলাতে কিছুই
আল্লাহ যেন দেখে আমি যা দেখি
দুষ্টের রঙ তাই হয়ে গেছে পরাজয়ে নীল ।
অধৈর্য্য পরাজয় আনে কারো কি জানা নেই
?
মাঝে মাঝে বিপদ আসে আসুক
পরীক্ষার কঠিন পথে
তোমাকে যেন শুধু দেখি
ধৈর্য্যর মাধূর্য্ কোরআন বলেছে
শুনেছি- হে কবি
ধৈর্য্য বিজয়ের গর্ভগৃহ,প্রথম
সিঁড়ি,জান্নাতের বাগান
সত্যের নিশানে থাকে যত প্রজ্ঞাবান
ধৈর্য্য ধরে বুঝে শুনে চলে
নবীজির উম্মত, মুমিন বান্দা- এ ক্ষণিক নিখিল ।
---------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment