Wednesday, March 13, 2019

অন্তরে দেশ প্রেম নেই


                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি বললে, কর্মী হও, কর্মী তো হলাম
তুমি বললে, মশাল জ্বালো, জ্বালালাম
নিরপেক্ষ সেবার শপথ তুমি করলে, তবু দেখি জ্বালো
বিভেদ শিখা ।
আজ আমি একা।
আমাকে করেছ তুমি একা ।
মৌলিক অধিকারটুকুতেও ভেঙ্গে চুরে শত টুকরো করে
এক অগ্নি কুন্ডে ছড়িয়ে দিয়েছ স্বপ্নগুলোকে শপথ ভুলে ।
তুমি শপথ করেছিলে বলে বিশ্বাস করেছি, ছুঁটেছি
যে স্বপ্ন দেখিয়েছ, নিজ হাতে মেরেছে, ঠকেছি
যখনই চেয়েছ প্রেম দিয়েছি উড়ার করে প্রাণ
তবু আমি একা
আজ ভালবাসার কেউ নও তুমি
বাহ্যিকে তোমার ছদ্মবেশী শপথ আছে, অন্তরে দেশ প্রেম নেই ।
------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

No comments:

Post a Comment