Wednesday, March 13, 2019

সে কি তোমাকে চেনে?



                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যার প্রেমে তুমি উদাস বনে বনে ছুটছো রোজ
সে কি তোমাকে চেনে?
যে প্রত্যাশার দুয়ারে প্রাণ খুলেছো তুমি অবুঝ প্রেম
সে কি তোমাকে চেনে?
যে রজনি গগণের সব তারা, তুমি জাগালে
সে কি তোমাকে চেনে?
এই পৃথিবীর আলো, সংসারের বাঁধন, প্রেমিকার আবেদন,
স্নেহ মায়া মমতা- ক্ষমতার দম্ভ ,অর্থ্ বৈভব- সবই মুখোশ!
কে তোমাকে চেনে ?
চেনে কেবল তোমারই প্রভূ! প্রেম কেবল তারই পথ..
এ জেন্দেগী বড় বেশী প্রেমহীন তারই স্পর্শ্ ছাড়া
তুমিই  বলো,
যার প্রেমে তুমি উদাস বনে বনে ছুটছো রোজ
সে কি তোমাকে চেনে?
-------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment