Wednesday, March 13, 2019

মোহের অস্রেরা



                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রতিবাদের কণ্ঠগুলো ক্রমশ চলে যাচ্ছে দূরে
মিথ্যাবাদী চরিত্রহীনেরা এগিয়ে আসছে কাছে।
এখন আর সত্যবাদীরা জাগছে না
প্রতিবাদী কন্ঠগুলো সোচ্চার হচ্ছে না।
তোষামোদির বৃত্তে আটকানো মনুষ্যত্বের দ্বার খুলতে খুলতে
পশুবিত্তের চরিত্রেরা এগিয়ে আসছে কাছে।
মুক্তি খুঁজে চলেছি
অথচ চরিত্রে লোভের মহরা
সত্যকে সত্য বলি না, মিথ্যাকে আলিঙ্গন করি আপনার স্বার্থে !
একদিকে চাই মুক্তি, আর দিকে বাতিলের জটলা ।
বিকেরা বিবেকহীন উম্মাদ!
সিংহাসন আজ পক্ষপাতিত্তের শূলে রক্ত চোষে!
প্রেম আর ভালবাসা নির্বাসনে..
অন্যদিকে অর্থে কিনা সম্মান,নগদে অভ্যর্থনা এবং পূঁজিবাদীদের শোষণ
এইভাবে প্রতিবাদী কন্ঠগুলো ভাগাভাগি হয়ে গেছে- তোষামোদির সুশিল !
প্রতিবাদীরা এখন গর্জে ওঠে না
সেই সব বঞ্চিত অধিকারের পাশে
মিথ্যা আর মিথ্যা নিষ্ঠুর জল্লাদের মতো
সত্যকে হত্যা করেছে মোহের অস্রেরা !
---------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment