- কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
সকল বিচার হেরে যায়, আপনার পরাজয়ে
এমন করে বলে যেন বিচারক কারো হয়ে !
চৌদিকে শুনি শ্লোগান আর শ্লোগান
মিথ্যে মিথ্যে.
মানি না, এ রায় মানি না, বলুন তো কার
স্বার্থে ?
প্রহসনের বিচার মিথ্যে রায় মানি না,
মানি না
কি আর করেছি, আরো বেশী তার, বুঝি না,
বুঝি না !
এ আর কত ! তার চেয়ে বেশী ভুরি ভুরি
প্রকল্প-ব্যাংক- বীমা -শেয়ার আরো কত
চুরি !
অপরাধীর অপরাধ হউক সে ছোট, হউক সে বড়
আছে কি ভেদ? রাজ-প্রজা কিংবা আপন -পর
!
পরের টা টেনে আপনারে লুকায় আজব এক
ফাঁদ!
মিথ্যা বানোয়াট পূর্ণিতে জাগে জিতে না
অপরাধ ।
হে বাদী জাগ ! সকল অপরাধী ধরে ধরে..
বিচারিক এজলাসে চাই দিবা নিশি ভোরে।
কে রাজা, কে রাণী কিংবা প্রজার
সমাহার!
অপরাধীর অপরাধ বিচারবিনে চাই না আর ।
হে বিচারক, তুমি তো ন্যায় ও সত্যের
মণিহার।
বাদী-বিবাদীর ক্ষমতা না দেখে দিও
সমঅধিকার।
সকল বিচার হেরে যায়, আপনার পরাজয়ে
এমন করে বলে যেন বিচারক কারো হয়ে !
-------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment