-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
একালের তরুণ-তরুণীদের চলন বলন দেখতে
দেখতে
মনে কি পড়ে না? পড়ে ।
আমরা কি এ রকম ছিলাম ? না ছিলাম না!
নৈতিক শিক্ষা থেকে বাহ্যিক অন্তরে
শ্রদ্ধাবোধ ছিল, ছিল মান্যতা
সেই দুরন্তপনায় ছিল এক বিজয়ের
উদ্দীপনা!
একালের তরুণ-তরুণীদের চলন বলন দেখতে
দেখতে
স্বপ্ন কি জাগে না? না জাগে না !
সাহস পাই না,যদি দমক দেয়
জ্ঞানের শিখায় ওদের যতটুকু তাপ লাগে.
তার চেয়ে ঢের বেশী উশৃঙ্খল অন্ধকার !
ওদের সম্মুখ দেখি অচেনা পথ, বড় বেশী
জাহেলী..
একালের তরুণ-তরুণীদের চলন বলন দেখতে
দেখতে
আমরা কি ব্যথিত হইনা ? হে হই ।
কিন্তু ওরা বলে- আমরা নাকি সেকালের..
আধুনিকতার রূসজ্জা নাকি আমাদের
কবিতাতেও নেই..
বিনোদনেও নাকি সেকালের প্রথা !
একালের তরুণ-তরুণীদের চলন বলন দেখতে
দেখতে
আমরা কি কিছু ভাবি না ? হে ভাবি ।
শুধু কি তাদের দোষ ? না দোষ না !
আমরাও যে ব্যর্থ্ কিংবা পেরে ওঠি না..
অথবা তাদের বুঝতে দেই না—আগামীর
প্রত্যাশা
এ আধুনিকতা বলে দেয়, তরুণ নাই, তরুণী
নাই ।
------------------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment