Tuesday, March 12, 2019

আজ স্থবির হয়ে গেছে আশা




                                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওদের দিকে তাকালে কেন স্থবির হয়ে আসে আশা !
খবু মনে পড়ে সেই সব ছদ্মবেশী দেশপ্রেমিকের ভাষা
অথচ ওদের সন্তানেরা নেই এই বাংলার সুখে- দুঃখে।
সেই সব মায়া কান্নার উত্তাপ শুধু ক্ষমতার সুখে
আজ স্থবির হয়ে  গেছে আশা…

আজ জেগে গেছে এই বুকে সেই সব কালোরাত,
যেখানে বিষাক্ত সর্পের ছোবলে ক্ষত বিক্ষত রাঙা প্রভাত!
এ দিকে ছদ্মবেশী প্রেমিকেরা একই মঞ্চে একই ফুলে
বৈষম্যের ফুলে সুবাস ছড়ায় এ জাতির তৃণমূলে ।
আজ স্থবির হয়ে  গেছে আশা…

তন্ময় চোখে বঞ্চিত প্রাণ রাশি রাশি স্বপ্ন নিয়ে
শিক্ষার প্রদীপ জ্বালায় এ বুকের প্রাইমারী বিদ্যালয়ে
কখনো দেখেছি কি? মনে পড়ে না সেই সব সন্তানদের !
ওরা ছুটে, ওরা পারি দেয় বিদেশ,ওরা বেশ সুচতুর ।
উচ্চ শিক্ষা নিয়ে সেই সব ফিরে না এ বুকে..
অথচ মা, বঞ্চিত প্রাণেরা তোমার সুখে-দুঃখে ।
আজ স্থবির হয়ে  গেছে আশা…

ওদের কবে দেখেছো তোমাকে সাজাতে হে সভ্যতা?
অর্থ্  বৈভবে ক্ষমতার দম্ভে ভুলে গেছে মায়ের মান্যতা ।
নামী দামী স্কুল -কলেজ ,বিশ্ববিদ্যালয়, রাস্তা -ঘাট,বাড়ী –গাড়ী
আজ সেই সব ছদ্মবেশী দেশপ্রেমিকদের দখলে..
এ ভঙ্গুর শিক্ষানীতি, প্রশ্ন ফাঁস ওদের কি আসে যায় ?
আজ স্থবির হয়ে  গেছে আশা…

স্থপতি যাদের শোনাতো সেই সব বিজয়ে কথা
সেই বুকে আজ বৈষম্য শিকারে লক্ষ সহস্র ব্যাথা।
বঞ্চিতের চোখে তাই তিমির রজনির বিনিদ্র শোক!
সেই সব পাখি আর ফিরে না, বুঝে না তোমার সুখ-দুঃখ।
আজ স্থবির হয়ে  গেছে আশা…
----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment