--কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
ক্ষমতার সিংহাসনে বসে শুধু খেলছে
ক্ষমতাই,
অথর্ব্ বেহায়া জনতার প্রত্যাশায়
হেনেছে আঘাত
লাজহীন অকর্মা শাসনে।
প্রাপ্য পাইনি আজও রজনি দিবসে,
ব্যর্থতা দেখতে দেখতে মানুষেরা,তিক্ত,
বিরক্ত,রিক্ত
আর কতো- এবার ছুটি নে, দয়া করে ছুটি
নে
এই নিলর্জ্জতা আর কতো কাল আর কতোটা
প্রহর !
কিছুইটাতো সাফস্য চাই- কিন্তু সে
প্রত্যাশা কোথায় ?
হে সিংহাসনের জ্যোতি ক্ষমতার অধিপতি
!
তোর সৈন্য, প্রহরীরা, তোর বড় বেশী
ক্ষতি
জনতা ওদের চা্য় না, ওদের এ সিংহাসনে
শুভা পায় না
বার বার ব্যর্থ্ জনতার প্রত্যাশায়
হেনেছে আঘাত !
কিছুটাতো সাফল্য চাই, কিছুটাতো চাই ।
জনতা দিবে না, কিছুতেই দিবে না, আর কত
দিন দিবে?
আর কতো- এবার ছুটি নে, দয়া করে ছুটি
নে
আলোহীন তপন বিশ্বাসী কিরণ আর কতো কাল
ছড়াবে?
প্রত্যাশার সম্মুখে শুধুই হতাশা,
শুধুই আঁধার..
তুই না পরলে অন্যকে দে, আজিই দে তবু
ছুটি নে !
কত আর কণিকাহীন রক্তে প্রাণের স্পন্দন
শুনবে?
ক্ষমতার কাছে মানসম্মান কি তবে লাজহীন
তামাশা !
আর কতো- এবার ছুটি নে, দয়া করে ছুটি
নে
-------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment