Sunday, March 3, 2019

সুখকে বলে দুঃখ




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিবেকের সময় তো নেই
লিপ্ত অসভ্য কাজে,
তাকে ডেকো না আর সভ্য সমাজে।

প্রেমের প্রাণ জ্বলে অঙ্গার
মানুষের ভিতরে
মানবতা দেখি না, নৈতিকতা অনেক দূরে।

অসভ্যতার মাঝে সভ্যতা হেরে যায়
অস্ত্রের কোলাহল
বৈষম্যের নিখিলে শুধু বেদনার জল

প্রেমিকেরা আর বসে না পাশে
প্রেমের স্পর্শ্ নেই
দ্রোহের অনল করেছে ছাঁই

বিবেকের দিকে ফিরবে কখন
মোহদের অন্ধ চোখ
ক্ষণিকের লোভে সুখকে বলে দুঃখ।
------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment