Monday, March 11, 2019

উত্তাল মার্চ



                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে অগ্নি ঝরা উত্তাল মার্চ;
তুমি এক বজ্র কণ্ঠের ঐতিহাসিক গর্জ্ন
তুমি এক মুক্তি যোদ্ধার নির্ভিক প্রাণ-
তুমি এক রণ দূর্গের দুর্বার প্রেরণা
তুমি বাঙ্গালীর এক অবিনাশী চেতনা
তুমি লক্ষ শহীদের অবিনশ্বর বিজয়
তুমি এক দৃঢ় শপথের নব সূর্য্দয় ।
--------------------11-03-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment