-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা
এক বোধের উত্তোরণ
চাই, এখনো অনুভূতির মৃত্যু ঘটেনি
একটু চেতন হলেই অনায়াসে
বিজয়ী হতে পারি-
সমস্ত বোধের অবিনাশী
প্রেম; যদি জেগে উঠে প্রাণে
অপশক্তিরা হেরে যাবে
,ওহে হেরে যাবে-
তুমি শুধু প্রাণ খুলে
বোধটাকে জাগাও, শুধু বোধটাকে জাগাও-
তুমি কি ডরাও ওহে
প্রাণ ? বোধেরা আজ প্রচন্ড বিরহে!
-------------------------------100-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
No comments:
Post a Comment