-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি পরাজিত করো অতি-মোহের
সেই সব দূর্গ্
নিখিলের উল্লাস আর
কৃত্রিম শিল্পের মহা উৎসব
আড়াল করে আছে সত্য
আর মুক্তির পথ
অথচ আলো আছে তোমার
কাছেই ! হৃদয় খুলে দাও
ওই বিধার দরবার-
খোঁজে পাবেই নব দিগন্তের
দ্বার ! স্বর্গ্ যে মুমিনের
ঠিকানা ! স্বর্গ্
যে বিধাতার অঙ্গিকার!
ওহে এই পৃথিবীর মানুষেরা-
সেই কথা কি মনে আছে ?
বিধাতা ওই অনন্তে স্বর্গ্ কেবল দিবে তোমাকেই ।
ওহে প্রাণ,
আলো আছে তোমার কাছেই
! হৃদয় খুলে দাও
ওই বিধার দরবার-
----------------------------10-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment