-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে কবি, তুমি সেই
নিলোর্ভ্ অর্থ্ কিংবা ক্ষমতার কথা বলো
আমি তোমার কবিতাগুলো
আবৃতি করে যাবো জনতার মঞ্চে মঞ্চে
প্রেমিক -প্রেমিকাদের
রোমাঞ্চিত সমাবেশে। তুমি সাম্যের সেই মন্ত্রগুলো
মানুষকে বলে দাও,সত্যের
বিজয় তোমার পেছনে আছে-
যতক্ষণ তুমি পূর্ণিমা
জোসনার মতো সত্য-
যতক্ষণ তুমি নিলোর্ভ্
প্রাণের মতো ছন্দময়
যতক্ষণ তুমি দৃঢ়চেতা
বীরের মতো প্রতিবাদী
যতক্ষন তুমি মানুষের
আড়ালে মনুষ্যত্বের প্রতিচ্ছবি
ততক্ষন পৃথিবীর বিজয়
ও তোমার-
ওহে কবি, নিন্দুকেরা
ক্ষেপে আসুক তোমার কাব্যে কাব্যে-
ভুল ধরুক কবিতার তাল
লয় ছন্দে
কবিতা কিংবা কাব্যের
জনপদে তবু তুমি লিখে যাও
বঞ্চিত মানুষের অধিকার
।
যদি তুমি রুদ্র স্বৈর
শাসকের মতো রক্তাক্ত কবিতা লেখো
মূল্যবোধ যদি নিভে
যায়, যদি মুছে যায় নৈতিকতার সমস্ত কবিতা
পরাজিত হবে কাব্যের
মানবতা ।
মানুষের এই পাপমগ্ন
প্রাণের স্পন্দনে স্পন্দনে
যদি পার জাগাতে সাম্যের
কবিতা
তবেই তুমি গণমানুষের
কবি !
----------------------09-03.-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment