Saturday, March 9, 2019

অভিমান



              -কবি মোঃ আমিনুল এহছান
ওহে কবি তুমি সেই বিনাশী অভিমানের কথা লেখো
তুমি সেই নব দীপ্ত প্রাণের করুন যবনিকার কথা বলো ।
তুমি সেই যুবক- যুবতীর মগজে
বুঝের দীপ্ত শিখা জ্বেলে দাও ।

ওহে কবি তুমি অবুঝের অন্তরে বুঝের কবিতা রচনা করো প্রতিদিন
তুমি চেয়ে দেখ তোমার চৌদিকে কতো তাজা প্রাণ অকাল ঝরে
সেই অভিমানি সন্তানের কথা তুমি বলো, যে তার নিজের প্রাণকে
হত্যা করে-
এক অভিশপ্ত জীবনকে আলিঙ্গকরে;
পৃথিবীর দেখার আগেই সে ঝরে যায়, অকালে ঝরে যায়!

ওহে কবি, তুমি সেই অভিমানী সন্তানের কথা বলো-
তুমি বলো অভিমান এক পরাজয়ের কবিতা !
তুমি বলো বীর এক সংগ্রামের রণ ক্ষেত্র-
তুমি বলো বীর কখনো আত্মহত্যা করে পারে না-
তুমি অভিমানকে বলে দাও, তোমার ভেতরেও স্বপ্ন আছে
তুমিও  নিজেকে ভালবাসতে শেখো
এ জগত তোমার পিছনে আছে-
হে অভিমান- তবে কেন অত্মহত্যা কর ?

ওহে কবি তুমি সেই বিনাশী অভিমানের কথা লেখো
তুমি সেই নব দীপ্ত প্রাণের করুন যবনিকার কথা বলো ।

------------------------------------09-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





No comments:

Post a Comment