-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
যতক্ষণ তুমি মূল্যবোধের
মাঝে আছো,
যতক্ষণ তুমি নীতি
নৈতিকতার মাঝে আছো
মানব সভ্যতা আছে তোমার
পাশেই
যতক্ষণ তুমি আপনের
প্রতি আপনে শ্রদ্ধাশীল
যতক্ষণ তুমি অদম্য
যোদ্ধার মতো অকোতভয়
যতক্ষণ তুমি মানবিকতার
মতো উদারময়
ততক্ষণ তুমি মুক্তির
উপমা ।
আজ দেখি পথে ঘাটে
এক অভিনব কাব্যের রচনা !
বাইকে বাইকে আবৃতি
হচ্ছে উম্মুক্ত রোমাঞ্চিত কবিতা-
নিখুঁত কৌশলে আলিঙ্গনে
আলিঙ্গনে দুরন্ত ছুটেছে..
কে অস্বীকার করবে
এ বেলাজ প্রদশর্নী ?
অথচ এ বাঙ্গালীই ছিল
সুস্থ সভ্যতার এক উপমা !
এই যে রোমন্টিক উম্মাদনা
রাস্তার বাইকে বাইকে
নিলর্জ্জ সভ্যাকে
নিমন্ত্রন করছে
যার ফলে জেগে উঠছে
অসভ্যার আগুন, ধর্ষণের রক্তাক্ত প্রান্তর
অগণিত বিরহের অশ্রুধারা
ধর্ষকের মহামিল !হাজারো
প্রাণের আগাম পরাজয়-
ওহে কবি তুমি সেই
অবক্ষয়ের কবিতা লেখো ।
বজ্র কন্ঠে বল,- অসভ্যতা
গুপ্ত ধন কেড়ে নেয়-
ওহে মানুষ তুমি সভ্যতার
জনক
অথচ তুমি অসভ্যতার গ্রাসে গ্রাসে নগ্ন শরীরে পথে ঘাটে-
ওহে শ্রেষ্ঠ, তুমি
এক বিবেকের তীর ছুঁড়ে দাও
ঘৃণা করো এইসব অশুরের
প্রাণ-
উড়িয়ে দাও এক মানব সভ্যতার বিজয় কেতন ।
----------------------------------------07-03-2017,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment