Monday, March 4, 2019

কি গ্যারান্টি আছে হে পৃথিবীর প্রাণ!

https://www.somewhereinblog.net/blog/HABIB321/30272399

                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই তো কিছুকাল আগেও ছিল পৃথিবীর উৎসবে
এক প্রাণবন্ত যুবক!
ছুটেছিল এ প্রান্ত থেকে ও প্রান্ত,
নব কিছুর উদ্ভাসে দৃঢ় চেতা ছিল দুরন্ত-

এক স্বপ্নের বিভোরে প্রতিটি পদক্ষেপ যেন
অশ্ব গতিতে ছুটতো
কে থামাবে তাকে ! এমন এক দুর্বার যুবক
দেখলেই-
প্রেমের স্রোত ধেয়ে আসতো হৃদয় আঙ্গিনা-
করতালির ঢেউ উঠতো বিশাল জনসমুদ্রে-

হৃদয় থেকে প্রেম, প্রেম থেকে স্বপ্নের মুক্তি
এক অনুপম উপমা যে যু্বক !
যাকে ঘিরে লালিত স্বপ্নগুলো জেগে উঠতো
প্রত্যাশারা খুলে দিতো জানালা-
কিছু বুঝে উঠার আগেই
হঠাৎ বদ্ধ হয়ে এলো-


চারিদিক স্তব্দ ! বাকরুদ্ধ নিরবতা ! পৃথিবীর সব
অপলক দৃষ্টিরা-
একি হল ! একি হল!
যুবকের প্রাণবন্ত প্রাণ, আচমকাই থেমে গেল
থেমে গেল বার্তা ছাড়াই-

ওহে এ প্রাণ যে পৃথিবীর ক্ষণিক ফুল-
এ পিঞ্জরের ভিতরে ফুটেছে শুধু
ঝরে যাবে, একদিন  ঝরে যাবে
আচমকাই ঝরে যাবে—
প্রতিনিয়ত মৃত্যু যখন দুয়ারে-
কি গ্যারান্টি আছে হে পৃথিবীর প্রাণ!
---------------------------------4-03-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।






No comments:

Post a Comment