--কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
তোমার শরীরে জ্বলে ওঠা এক তপ্ত শিখা!
মোহের ওই মোহর খচিত প্রাণ
সে কি আর দুর্নীতি ছেড়ে
কোথাও যেতে পারে?
সে এক অনিষ্টের পতাকা,মনুষ্যত্ব
হারানোর দূর্গ্।
কত বিজয়ের স্বপ্ন- পরাজয়ের নিখিলে বসত
গড়ছো তুমি
তুমি অনৈতিক কর্মকান্ডের লেলিহান শিখা
প্রাণকে মারার নিষ্ঠুর অগ্নি তুমি-
সকল মিথ্যের পটভূমি
সত্যকে হত্যার প্রাণহীন জল্লাদ..
সৌরভে তোমার লোভনীয় যৌবন সারা দেহ
প্রাণ
তাইতো সুপ্ততা থেকে কামনার স্পৃহা
জাগে
নৈতিক, অনৈতিক পথে..
বিবেকহীন ধর্ষকের মতো মনুষ্যত্বের
প্রাণকে হত্যা করে
ধর্ষণে ধর্ষণে চরত্রি হরণ করে চলেছো
তুমি..
এ মানুষের পবিত্র আত্ত্বাকে,
নীতি, নৈতিকেরা প্রতি পদে পদে ধর্ষিত
।
তোমার যৌবন , তোমার ক্ষমতা ঘিরে আছে
সব মানুষের প্রাণ
তুমি আলো, তুমি অন্ধকার- হে টাকা
যেদিকে যাই- তুমিই শুধু-তুমি!
দোলনা থেকে কবর অবদি তোমার অনুভব,
কি নৈতিক ! কি অনৈতিক !
তুমি ভাল -মন্দের সবদিক ।
কিন্তু মানুষেরা বুঝে না,
টাকার যৌবন যে বড় বেশী সাময়িক ।
-----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment