-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
ফুটপাতের কষ্টেরা বেশ সযত্নেই আছেন,
তার বুক চেপে চেপে দখলবাজেরা ঠিক-ঠাক
চলেছেন
পথিকেরা কাঁদছেন,হাঁপাচ্ছেন
শরীরে ঠেস খাচ্ছেন, অফিসে যাচ্ছেন
প্রাণের উচ্ছাসও হারাচ্ছেন ।
সারাদিন রাত্রি যেন ফুটপাতের কষ্টেরা,
এক উৎসবে মেতে ওঠেছেন আর খেলছেন নাটের
গুরুদের বাঁশিতে
এ যেন এক লাগামহীন ঘোড়া ,উম্মাদ
পাগলের মেলা…
পাগলেরা যেমন বুঝে না আপনের ভাল কিংবা
মন্দ !
ফুটপাতের রেফারিরা গড়েছে এক স্বার্থের
সিন্ডিকেট।
দুঃখে দুঃখে বুক কেঁপে ওঠছে , হাত পা
সরু হয়ে আসছে
তার প্রেমিক –প্রেমিকেরা করতে পারছে
না আলিঙ্গন
ফুটপাতের এ কান্না কেউ বুঝে না
তার প্রেমিক যে পথিক, তার প্রণয় যে
বিস্তৃত বিছনা..
আবার নতুন করে ভালবাসা কেড়ে নিল উড়াল পাখি
এ পাখি যে যানজট, এ পাখি যে ঠাঁই
দাঁড়িয়ে
উম্মুক্ত রাস্তার বুকে-
ফুটপাতের সুখেরা আজ নিজেই বিরহের
কবিতা
আজকাল ফুটপাতের কষ্টেরা সযত্নেই আছেন,
নাটের গুরুদের আলিঙ্গন আর সিন্ডিকেটের
নির্লজ্জ প্রণয়ে..
আর দখলে দখলে..
কিন্তু ফুটপাত তো চায়- বিস্তৃত
বিছানা, পথিকের আলিঙ্গন,
কে দিবে বলো এ অধিকার- হে ফুটপাতের
রেফারী !
এ খেলা বন্ধ করো, ফুটপাতের স্বাধীনতা
ফিরে দাও
পথিকের মিছিলে সামিল হও,
আর কত দেখব এ দখল আর দখল,নিরাপত্তাহীন
পথ চলা
আজকাল ফুটপাতের কষ্টেরা বেশ সযত্নেই আছেন ।
কিন্তু তার প্রেমিক প্রেমিকেরা আজ এক
বিরহের কবিতা।
----------------------------------------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment