Wednesday, March 13, 2019

আমি হতবাক!




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রেমের উৎসব বন্ধ তুমিই করেছো
খুলে তো দিয়েছিলাম সীমানা,
তোমার অন্তরে ছিলো উচ্চ বিলাসের নির্মম খেলা
আর তো পেলাম না তোমার ঠিকানা।

আমি গিয়েছিলাম ও কাছে, বুঝে ও বুঝনি আমাকে.
শুধু কাছ থেকে দুরেই গিয়েছো যেচে..
আজ প্রেম ফ্রিজ হিমে জমে গেছে
তুমি প্রাণ খুলে বলনি কথা, অপারগতার কথাও বলনি.
শুধু তালিকায় রেখেছো নামটি আমার..
যদি না পাও তবে!
তবু আশায় ছিলাম।

উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই..
কিন্তু তোমার প্রেমেতো ছোঁয় না আমাকে,
তোমার উচ্চ বিলাসীতা প্রেমকে নিদারুণ খেলাচ্ছে
এখন যে তোমার বসন্তকাল, বাগানের ফুলগুলি টসটসে
মধুময় পাঁপড়ি.
সুরভী সুবাসে তুমি আবৃত, সাগরের তপ্ত জলে টলমল।

প্রেমের উৎসব বন্ধ তুমিই করেছো
তবু চেয়েছি তোমার বিজয়।
তুমি কি পেরেছো?
আমি আর ব্যথিত হবো না,
কোনো কিছুতেই না, আমি শুধু চাই তুমি সুখী হও।

যে স্বপ্নের বিভোরে তুমি উড়তে বসন্ত বাগানে-
এখন তো সেই বসন্ত নেই- প্রেমের উৎসব কি বন্ধ করে রাখবে?
বেমালুম ভুলে গেছি- তোমাতো প্রেমের হৃদয়ই নেই!
তোমার এই চৈতালী দেখে আজ আমি হতবাক!
---------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment