-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
হে প্রিয়, যতটুকু প্রশংসা কর ততটুকু
নাই আমার,
ভুল আমারও আছে,স্বীকারে নাই কোন
হারাবার ।
তবে কেন মিথ্যে মিথ্যে অপূর্ব্ প্রকাশ
বল কবিতার?
এ তো প্রশংসা নয়, এতো প্রকাশ্যে
শত্রুতা তোমার,
ওহে প্রিয় পার যদি খুলে দাও মোর আঁধার
দুয়ার।
তবে কিনা তুমি পাঞ্জেরী হবে কবির
কবিতার-
ওহে মাঝি কেন তরী চালাও জল শূন্য নদে
?
অপূর্ব্, মুগ্ধকর যতসব বাহারি উক্তি
কবিতার কাঁধে!
এ কি আসলে সত্যি কবিতার গুন বিচারে ?
নাকি শুধু দলে দলে গ্রুপে গ্রুপে
তুষ্ট তাহারে।
এ প্রশংসা যে কেড়ে নেয় কবিতার সৃজন
জ্যোতি
সে খবর কি রাখ ? হে মহাজ্ঞানী
শ্রদ্ধাভাজ্ন অতি!
এ নহে কোন দল বা গ্রুপের মঞ্চ নহে
কোন গোষ্ঠি
এ যে নব কবিতার কারখানা নব কাব্যের
সৃষ্টি ।
হে প্রিয়, যতটুকু প্রশংসা কর ততটুকু
নাই আমার,
ভুল আমারও আছে,স্বীকারে নাই কোন
হারাবার ।
তবে কেন এত প্রশংসা? গুন কীর্ত্তনের
সমাহার !
যতটুকু সত্য ততটুকু বল বাড়বে মান
কবিতার ।
-----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment