Wednesday, March 13, 2019

হে আধুনিক প্রেম!




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রেমের প্রাণ তুমি আধুনিক প্রেমকে সেই কথা বলো,
তোমার ঐতিহ্যর কথা,চির সংগ্রামের কথা,
পবিত্র অনুভূতির কথাটা বলো,- জানুক আধুনিক প্রেমিক- প্রেমিকেরা।

প্রেমের প্রাণ তুমি আধুনিক প্রেমকে সেই কথা বলো,
অনেক যুদ্ধের কথা, মর্মস্পশী চিঠি লিখার কথা,
দু’টো হৃদয়ের বিল্পবী তপস্যার কথা
কতদিন না দেখে ফিরে আসা কিংবা কখনও দেখা না পাওয়া
প্রেমের মর্যাদার কথাটা বলো- জানুক আধুনিক প্রেমিক- প্রেমিকেরা।

প্রেমের প্রাণ তুমি আধুনিক প্রেমকে সেই কথা বলো,
তোমার অনুভূতিকে হৃদয়ের গভীরে,জীবন্ত স্পন্দনে স্পন্দনে
সযত্নে লালন করার কথা, যথাযোগ্য সম্মান প্রর্দশনের কথা,
করুণ বিরহের কথাটাও বলো- জানুক আধুনিক প্রেমিক- প্রেমিকেরা।

হে আধুনিক প্রেম, তোমার চরিত্রে একি কলংঙ্কের দাগ!
এ কি প্রেম! নাকি বেশ্যা – নর্তকির উম্মুক্ত প্রণয় বাগ!!
অনেক যুদ্ধের পরে, অনেক সাধনার পরে ,হয়তো ফোটে কিংবা ঝরে
তবুও প্রেমের ফুল চির অম্মান!
প্রেম এক পবিত্র শক্তি, নির্লোভ অনুভূতি,কালজয়ী মহাকাব্যের সাধনা।
কবির অমর কবিতা- ”আমি তোমাকে ভালবাসি” ।

হে আধুনিক প্রেম, তোমরা আজ কোন প্রেমের বিভোরে!
এ যে নষ্ট, এ যে অবিত্র, উড়ন্ত কালো ধোঁয়ার মত ক্ষণস্থায়ী
প্রেমের পর্দায় আজ দেখি চরিত্রহীন অভিনেতা -অভিনেত্রী!
যৌবনের উত্তালে তোমরা ভুলে গেছো.
প্রেম তো বিধার এক স্বর্গীয় উপহার !

হে প্রেমিক- প্রেমিকা, প্রেম এক গভীর তপস্যার অনুভূতি, এক কালজয়ী শিল্প-
শিল্পির অমর গান-”আমি তোমাকে ভালবাসি”।
যেখানে ঘিরে নেই জয় -পরাজয়ের ব্যবধান ।

হে আধুনিক প্রেম, তোমার চরিত্রে একি কলংঙ্কের দাগ!

------------------------------------------------------------ রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।





No comments:

Post a Comment