Wednesday, March 13, 2019

ডিজিটাল তো হয়ে গেছে!




                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ডিজিটাল, ডিজিটাল বলে
ব্যঙ্গস্বরে চিৎকার করে উঠলেন কিছু সমালোচক!
কিসের ডিজিটাল? কিসের প্রযুক্তি ?
ঠিক না বুঝেই একটু ব্যঙ্গ ভঙ্গিতে তুচ্ছ তাচ্ছিল্য করল.
আপন দলের ঘূর্ণিপাকে যা ইচ্ছে তাই
যে রকম স্বাধীনতার বিরোধীতা করেছিল.
আজ দেখি ওদের ঘরে ঘরে ডিজিটাল প্রযুক্তি
এখন কি বলবে ওরা ?
আসলে ওদের ধর্ম্ই হলো সত্যকে মিথ্যা বলে প্রচার করা।
অন্যের অর্জ্নকে খাটো করে দেখা
কিন্তু মানুষ তো বুঝে গেছে
ডিজিটাল এক অভিনব কৌশল প্রযুক্তির ব্যবহার।
নতুন মাত্রায় আমাদেরই এই বাংলাদেশ
ধন্য হে ডিজিটাল জাতি এক নবদিগন্তে, নব জাগরনে।
এখন কি বলবে ওরা ?
ডিজিটাল তো হয়ে গেছে!
-------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment