Monday, March 25, 2019

ওরা প্রবাসী




--------মোঃ আমিনুল এহছান মোল্লা
ওরা প্রবাসী ওরা স্বপ্ন ওরা আলোর খনিজ
ওরাতো জাতির গর্ব্,ওরা এক অঙ্কুরিত বীজ
প্রবাসে লালিত শক্তি, শুধু আজ বাংলার ডাকে
খুলেছে অন্তঃ দৃষ্টি,স্বপ্ন ঘিরে রয়েছে তোমাকে
যদিও অবহেলিত তারা, হীনমন্য স্বার্থ্ লোভী সমাজে
তবু ক্লান্ত শরীরের হৃদয়ে বাংলার সুর বাজে
বিনিদ্র করেছে রজণী, খেয়েছে অ্ন্ন হাতেগোনা
জেগেছে শিকড়ের টানে, রেখেছে মায়ের চেতনা
আজ শুধু অবহেলিত,যদিও ওদের রেমিটেন্স মুক্তির পাতা
অর্থনৈতিক শক্তির তালে তাল রেখে উঁচু শিরে মাথা।
জাতি আজ দৃপ্ত শাখা মেলে নিখিলের সম্মুখে
কিন্তু ফোটেনি হাসি, দেশে প্রবাসে ওদের চোখে মুখে
মায়ের ইস্পাত প্রেমে দৃঢ়প্রাণ প্রবাসীর শিকড়
পদে পদে বাধা,প্রত্যেকে জানে তবু লুফে ঝড়;
অঙ্কুরিত প্রবাসী যত মাথা উঁচু শিরে মায়ের প্রতিদানে্
ওরা আজ মুখরিত একাকী প্রাণে
ঐ দুর প্রবাসে স্বাধীন বাংলার জয়গানে।
জীবনের বসন্ত যেন মিশে গেছে নিষ্ঠুর অতলে
মিলনের জয়ধ্বনি রমনীর ভালবাসা হারিয়ে সকলে ।
প্রবাসী ওরা তুচ্ছ নয়- জেনে রেখো অধিপতি
ওরা স্রষ্টার ওরা মায়ের, দিয়ে যেও সম্মতি ।
তোমার ছায়ায় নিও; ফেলো যদি কঠিন কুঠারে,
ভেঙ্গে যাবে তোমার অর্থনৈতিক খুঁটি বারে বারে।
ওরা প্রবাসী ওরা রেমিটেন্স দেয় ওরা জাতির সুজন
হৃদয় মন্দিরে রাখিও ওদের, ভাবিও আপনার জন ।
 ------------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

***********************



No comments:

Post a Comment