-------মোঃ
আমিনুল এহছান মোল্লা
শিক্ষা
রণের অগ্র সৈনিক
চালা
কলম যান !
দীপ্ত
কণ্ঠে উঠা আওয়াজ
শিক্ষা
আলোর গান ।
স্বপ্ন
ঘিরে আলোর মেলা,
দেখবি
কি আর অজ্ঞ খেলা?
ভ্রান্ত মতে ভাসিয়ে ভেলা
ভ্রান্ত মতে ভাসিয়ে ভেলা
হবি
কি ডুবুযান ?
বইটি পড়ে মারবি উড়াল
রাখবি দেশের মান ।।
বইটি পড়ে মারবি উড়াল
রাখবি দেশের মান ।।
অজ্ঞ
জ্ঞানের নাইরে সময়
শিক্ষা
নিয়ে আয়,
আজ মুক্তির
ঘোষণা দিব
বাংলার সকল গায় ।
বাংলার সকল গায় ।
আসুক
বাধা লড়িস ঝড়ে
জয়ের
আশায় থাকিস সবে!
ছাত্র
তোদের সফল হবে
গাইবে
আলোর গান ।
সেই
আশায় শিক্ষা ভ্রতে
জাগরে
জ্ঞাণী জন ।
তোর
ঘরে লুকিয়ে যত
বিদ্রোহী
নেশা সব
নবীণ
প্রাণে হানছে আঘাত
আনছে
অভিশাপ !
শিক্ষা
রণে ছাত্র দল
চল চল
চল,
বই পড়ে
অগ্রে তোরা, আজই তোরা চল ।
স্বপ্ন
তীরে পৌঁছে যাবি
ওরে
কলম সৈনিক ।
ভয় নেই
তোদের জ্বলা আলো
অজ্ঞ
জ্ঞানে দৈনিক ।
------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**************
No comments:
Post a Comment