----------মোঃ আমিনুল এহছান
মোল্লা,
তোমার দু’টো ফুল তুমি নির্দ্বিধায়
উম্মুক্ত করে দাও, এ ফুল
ছলনা বুঝে না।
উড়ন্ত কেঁশ, নোলক, দুল
,হাতে চুড়ি
লোকানো নদীর তপ্ত জল এ
সবকিছূ..
কিংবা স্পর্শের শিহরণ ভাঁজে
ভাঁজে
সুনীল আকাশের তলে ফুল দু’টো
রূপসী পাঁপড়ি খুলে, তুমি
এক পরমা সুন্দরী ।
যৌবনের ডানা মেলে সেজেছো
বৈশাখে
তুমি অপরূপা সুন্দরী!
তোমার দু’টো ফুল তুমি নির্দ্বিধায়
উম্মুক্ত করে দাও, এ ফুল
ছলনা বুঝে না।
---------------.রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment