----------মোঃআমিনুল এহছান
মোল্লা
জম্মের স্পর্শে তুমি, প্রাণের
স্পন্দনে তুমি ।
যাকে অদৃশ্য কুঠির হতে
এনেছো এ ধরণী !
তুমি কি যে তুমুল উল্লাসে
অবিরাম !
প্রেমের আঁচলে সবকিছু আগলে
রেখেছো
অমূল্য যতনে..
তুমি কখনো কিছুরই স্বার্থ্
খোঁজনি !
ধরণীর প্রতিটি মূহুর্তে
নির্লোভ যাত্রা পথে
তুমি এক প্রেমের অপূর্ব্ স্থপতি!
তোমার চেয়ে আর কে হতে পারে
?
সে যে তুমি আমার “মা’’
কোন কালিমা না ছোঁয়ে শুধু
আমাকেই লালন করেছো
আপনাকে ভুলে.
তোমার কষ্টের কতোটা খোঁজ
নিয়েছো?
কখনো দেখিনি তোমাকে,দেখেছি
আলিঙ্গন করেছো
সমাহীন কষ্টের সাথে.
আমাকে সুখ দিবে বলে, আমাকে
সুখী দেখবে বলে
তোমারই স্নেহ – মমতা, ভালবাসা
নিয়ে আজ আমি
বড় হয়েছি,আজ আমি চলেছি..
ধরণীকে চিনেছি ।
অনেক স্পর্শ্ দানে আগলে
রেখেছো অবিরাম…
এক স্বর্গীয় আঁচলে
তুমি এক প্রেমের অপূর্ব্ স্থপতি!
তোমার চেয়ে আর কে হতে পারে
?
সে যে তুমি আমার “মা’’
মুক্তির জ্যোতি , হৃদয়ের
ঠিকানা।
--------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
*******************
No comments:
Post a Comment