-কবি মোঃআমিনুল এহছান মোল্লা।
প্রেম- প্রাণের ভাব
নেই, প্রেমিক ও কষ্টে
বাহ্যিক অন্তর মিল
হলে আর নেই ভ্রষ্টে ।
হানাদারের ডাক পেলে
দোসরেরা তৈরি,
মুক্তিযোদ্ধা আর রাজাকার
ত চিরকাল বৈরী!
দেশপ্রেমিক আর বিদ্রোহী
এক হয় কোনদিন ?
স্থপতির ডাকে শুনে
আলবদর আসেনি সেইদিন।
রক্তে পাওয়া স্বাধীনতার
যুদ্ধটা দেখিনি !
আলবদর, আলসামস ,ছদ্মবেশীর
রাগটা থামেনি।
বিদ্রোহীদের চেয়ে
বেশী শত্রু ঐ গোষ্ঠিতে—
ডরে না কভু বীর বাঙ্গালী,
স্বাধীনতা রক্ষাতে ।
---------------------------------------
রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।
No comments:
Post a Comment