Sunday, March 3, 2019

বিজয় যাদের যুদ্ধে পাওয়া




                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মেঘটা হোকনা যতই কালো
এমন সাধ্য নাইরে নাই-
সবুজ গায়ের রাঙা আলো
নিভবে নাকো কখনো ভাই !

কোমল প্রাণের মাতৃছায়া
বীর বাঙ্গালীর শক্তি বল,
বিজয় যাদের যুদ্ধে পাওয়া
ফেলবে নাকো চোখের জল ।
----------------------------------রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।

No comments:

Post a Comment