Sunday, March 3, 2019

কে আছে ভাই বাঙ্গালী থামায় ?




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শুনতে পেলাম রেসকোর্স্ গিয়ে-
মুজিব নাকি তোদের হয়ে ?
মুক্তিযুদ্ধের ডাক দিলে
জানতে চাও কি কেমন ছেলে?
ভিতু নয় সে সাহসী ভালো
দোসর যদিও বেজায় কালো;
বজ্র কন্ঠের দীপ্ত ভাষণ
অনেকটা ঠিক যুদ্ধের মতন !
মু্ক্তিযুদ্ধের ডাক দিল সে
স্বাধীন হয়ে থামল শেষে ।
মুক্ত নিশান উড়ল রে ভাই
বীর বাঙ্গালী হাসল সবাই—
হানাদার দোসর হারল বেজায়-
কে আছে ভাই বাঙ্গালী থামায় ?
----------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment