-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
বিপ্লব সে যোদ্ধা মায়ের ছানা,
থেমে নাই গতি তার, শুনে নাই মানা
মুক্তি সে বাঙ্গালীর ধরে আছে মনে
পিতার ডাক শুনে শুনে যুদ্ধ করে রণে
জয় তার চোখে মুখে অস্র হাতে লয়ে
রক্তে রক্তে গেল প্রাণ চৌদিক বয়ে
তবু বলে লাল-সবুজ লক্ষ শহীদ আঁখি
দেখ বিশ্ব ! একাত্তর বাংলার ছবি আঁকি
।
বিপ্লব সে যোদ্ধা মায়ের ছানা,
থেমে নাই গতি তার, শুনে নাই মানা
---------------------------------রাওনাট,কাপাসিয়া
,গাজীপুর।
No comments:
Post a Comment