-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
দেশ প্রেমিক বীর দমে
কি কখনো !
পরাধীন বেদন বুঝিতে
সে পারে ।
কি যতনা আছে, ঐ শোষন
বিষে
প্রাণ জাগি ওঠিছে
যোদ্ধার বেশে
যতদিন স্বাধীন, হইবে
কিনা হইবে.
যুদ্ধ তাহার চলিবে
অদম্য গতিতে…
স্বাধীনতা আনিবে,
দমিবে না, দমিবে না,
বিজয় ছিনিবে, হারিবে না, হারিবে না
দেশ প্রেমিক বীর দমে
কি কখনো !
ঐ দেখ, ঐ দেখ, লাল-সবুজ
উড়ন্ত এখনো ।
তুমি কি দেশ প্রেমিক?
হাতে হাত ধরিবে না
?
মু্ক্তিযুদ্ধ যে তোমার
প্রেরণা ।
----------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment