Sunday, March 3, 2019

এখানো রক্তের দাগ




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুক্ত পতাকার গায়ে
এখানো রক্তের দাগ,
তবু সেথা সবুজ মিলে
পেয়েছি স্বাধীন ঘর।
বাঙ্গালী সব ছেলে -মেয়ে
মোরা ভাই –বোন
এক সাথে চলি আর ভাবি
দেশটাকে আপন ।
-----------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment