-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
মুক্তি যুদ্ধের রং তুলি
ছবি এঁকেছে
লাল-সবুজের পতাকা পেয়ে
বাংলা জেগেছে
লক্ষ প্রাণের রক্ত দানে
বিজয় এনেছে
জয় বাংলা, জয় বাংলা
শ্লোগান তুলেছে
কে ডেকেছে, কে ডেকেছে
মুজিব ডেকেছে।
মুক্তি যোদ্ধার প্রেম ছিল
স্বাধীন হয়েছে ।
---------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment