-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
সাড়ে তিন হাত গুহায় অনেক দিন হয়ে গেছে
এক লাশ অধীর আগ্রহে অপেক্ষায় করছে
একটু
নাজাতের বার্তা শুনবে বলে
আতংকে আতংকে গুনছে প্রহর, শুধুই গুনছে
একটা সু-খবরের জন্যে
কিংবা কারো কোন ফরিয়াদ যদি !
এতটুকু প্রশান্তি আসে..
রক্ত, মাংস, গোস্ত সব পচে গেছে
কঙ্কাল ঘিরে আছে শুধু কীট পতঙ্গের
মহরা!
শরীরের অবয়ব মিশে গেছে
সে এক মূল্যহীন কঙ্কাল! প্রেমিকাহীনা
প্রেমিক,
চারিদিকে আঁধার, ভয়ঙ্কর পথ, আজাবের
সৈনিকেরা ঘিরে আছে
শুধুই ঘিরে আছে দোযখের লেলিহান শিখা!
কাছে আসে না ধরনির লোভ লালসা
অট্টালিকা
কেউ আসে না, কেউ আসে না.
জাগেনা প্রেয়সীর প্রেম, নিখিলের মায়ামমতা
আজ সবই ধূসর বর্ণিল স্বার্থ্পর!
কিন্তু বার্তা তো এসেছিল, তুমি
শুনোনি- হে লাশ !
ধরনির বুকে করোনি চাষাবাদ
আজ কবরের ভান্ডার বড় বেশী মলিন,
বড় বেশী এতিম, বড় বেশী অসহায়!
হে প্রাণ, এখনি জেগে ওঠ, এখনি জেগে
ওঠ,
মৃ্ত্যুর আগেই আত্তাকে শুধরে নাও, আজই
শুধরে নাও
এ অন্তরের স্পন্দন, এ দেহের রক্ত
কণিকা
চাষাবাদ করো নিখিলের বুকে আগামী
মুক্তির সন্ধানে ।
কবরের প্রহর শেষ হবে না, কোন দিন শেষ
হবে না ।
কিন্তু বার্তা তো এসেছিল, তুমি
শুনোনি- হে লাশ !
-------------------------------------------
রাওনাট,কপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment