Wednesday, March 13, 2019

কোথায় আছো কেমন আছো?




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
হে  প্রাণেরা কোথায় আছো কেমন আছো,নিজকে বলো ।
নাকি লোক দেখানো বাহ্যিক অবয়বে ভিতর হেয়ালি-
পরিপাটি ছদ্মবেশী পোশাক তোমার!
দলে দলে খুব নিশীতে দেখি শান্তির পতাকা হাতে, উত্তাল শ্লোগানের কণ্ঠে
মাঠে ময়দানে পাড়া মহল্লায়  কিংবা জিহাদী তোলোয়ার হাতে!

হে মানব প্রাণ, যে অঙ্গিাকার দিয়ে এসেছি
তার কতটুকু ধর্ম্ চর্চায় আলিঙ্গন করেছি ?
নিজকে প্রশ্ন কর হে প্রাণ, নবীজির আদর্শ্ কি আছে ?
আজ কি ফজর, জোহর, আছর, মাগরিব এশার, নামাজ পড়েছি,
হালাল রিজিকের সন্ধানে কি জিহাদ করেছি?
মানবতার দুয়ার কি খুলেছি?
নাকি জন্মসূত্রের পতাকা নিয়ে মুমিন দাবী করেছি?

হে  প্রাণেরা কোথায় আছো কেমন আছো,নিজকে বলো ।
অন্তরের কোন পাতাটায় লিখেছো- লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
সেখানে কি সত্যের গর্জ্ন আছে?
আছে কি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার?
যদি না থাকে কে বলবে তুমি মুমিন! কে বলবে তুমি মুসলমান?
নিজকে প্রশ্ন করো- হে ইমানদারেরা!
প্রাণকে প্রশ্ন করো তুমি কোথায়?

আজ দেখি বাতিলেরা তোমাদের দিকে, কেন বলতো?
প্রাণেরা তো সত্যের পথে নেই! লোভ-লালসার ব্যাধি হানা দিয়েছে
মিথ্যের চাঁদের ঢাকা অঙ্গিকারাবদ্ধ মানবের প্রাণ..
তাই আজ পরাজিত মুমিনের বিজয় ইতিহাস!
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে তোমার কানে কানে
কোন দুষ্টটা উস্কানি দেয় পুড়তে বলে দোযখ অনলে
ফিরে এসো, ফিরে এসো- হে মুমিন !

পাঁচ ওয়াক্ত নামাজকে ক্ষুধার্ত্ রেখেছো, সত্যকে ছেড়েছো
নবীজির আদর্শকে ভুলেছো- মুক্তি কি পাবে তবে ?
ওরা না হয় না বুঝে ভুল করেছে, কিন্তু তুমি ?
আত্তার মুক্তিকে পরাজিত করে চলেছো অবিরত।

হে  প্রাণেরা কোথায় আছো কেমন আছো,নিজকে বলো ।

------------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment