Wednesday, March 13, 2019

আমি তো ভুলে যেতে চাই




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি তো ভুলে যেতে চাই,প্রাণ তো বুঝে না
বলে,-কি প্রেমিক!
এতো সহজেই যদি ভুলে যাবে
তবে কেন ভালবেসেছিলে প্রেমিকার প্রাণ,
কেন জাগালে প্রেমের তোরণ! কেন ঘটালে বিস্ফোরণ?
তোর দুরন্তপনা আবেগ হতে এ যৌবনের কতো আয়োজন
উপেক্ষা করেছিস কত অবহেলা, কত অপমান
তবু ছুটেছিস, তবু ভালবেসেছিস, সেই কবে থেকে..

আমি তো ভুলে যেতে চাই,প্রাণ তো বুঝে না
বলে,-কি প্রেমিক!
আলিঙ্গনের মতো নির্দ্বিধায়ে এ অবুঝ প্রাণে তাকে জড়ালে
প্রেম তো ব্যাকুল উম্মাদ পাগলের মতো
কি এক ভিতর চোখে অনিমেষ তাকিয়ে আছিস!
অপরিপক্ক তুই ,আজও বুঝিসনি -হে প্রাণ!
সে যে তোর বাগানের ফুল নয়- সে তো এক চিতার অগ্নি!

আমি তো ভুলে যেতে চাই,প্রাণ তো বুঝে না
বলে,-কি প্রেমিক!
কোন দিক না বুঝেই বিশ্বাসের ডানা মেলেছিস তুই
প্রেম কি ছেলে খেলা?
না ,সে  এক সাধনা, দুটি প্রাণের প্রবল উম্মাদনা, সুখ -বিরহের প্রতিচ্ছবি।
তবু যে এ প্রাণ বুঝে না,
সেই থেকে অতি আদরে, অতি যত্নে প্রেমকে‘ রেখেছি
এক পবিত্র অনুভূতির শিখরে।
যেখানে শর্তহীন চুক্তির হয়েছিল এক অমৃতের সন্ধানে।

আমি তো ভুলে যেতে চাই,প্রাণ তো বুঝে না
বলে,-কি প্রেমিক!
প্রেমতো দুরারোগ্য ক্যান্সারের মতো..
তবু প্রেম মহা ঔষধ! তবু প্রেম ডাক্তার ।
প্রাণ তো বুঝে না প্রেম এক বিরহের কবিতা !
---------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment