-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
হে সুধী, মনের শুভ্র জানালাটি
আজই দাও খুলে
সত্য ও ন্যায়ের দিকে।
সৎ চরিত্রের আলোয় তুমি সকল আঁধার ভুলে
যাও গো সম্মুখে।
চাই গো বাঁচি একে- অপর ধরে
সদাই দেখি যেন একই সর্য্ ভোরে
যে- নামটি এই লাল-সবুজ পাতায় পাতায়
ফুলে
বাংলাদেশ দিলে লিখে।
সে প্রেমের আলোয় তুমি সকল পরাজয় ভুলে
যাও গো সম্মুখে।.
হে সুধী, প্রেমের অমীত পর্দাটি হঠাৎ
গেল উড়ে
বিভেদের সুর পানে।
সিংহাসনের আলো যেন দেখি জনতার সুরে
সুরে
বাঙ্গালী মুক্তির গানে।
আজ মনে হয় ঘাতকের প্রাণ
গণতন্ত্রের মলাটে বিদ্রোহী তুফান!
মুক্তি গানের সুরগুলি সেই কর্তারা
গেছে ভুলে
কে দেবে শিখে?
হে সুধী, লাল-সবুজের চেতনায় তুমি সকল
বিভেদ ভুলে
যাও গো সম্মুখে।
----------------------------------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment