Wednesday, March 13, 2019

প্রেমের পরশমণি




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে প্রভূ, সেজদায় তোমার পায়ের কাছে
বিশ্বাসী গোলামেরা তোমারই আছে।
তবু কিন্তু ভুল ত্রুটির অভাব  নাই
পারওয়ার দিগার তুমি, তাই
তোমার রহমত পানে নবীর উম্মুতেরা মাথা ঠেকে
সদা তোমায় এঁকে এঁকে
যা কিছু ইবাদত গোলামের আছে ক্ষমা করে লবে
করুণা যে করতেই হবে
এ পাপী গোলামের তব
তোমার একাত্ত্ববাদের কাছে, হে প্রভূ, পাপ যে নব নব!
তুমিবীনা কে আছে প্রাণে প্রাণে
গোলামের মুক্তি দেয় যে এনে।
আমি যে দাস স্বীকার করেছি এ মনে-প্রাণে
তুমি প্রেমের পরশমণি,ক্ষমা করে লও চিনে।
--------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment