-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যেদিন উদিবে তুমি হে কবি -এ কলম ধরে,
সেদিন মুক্তি প্রত্যাশী দিকপ্রান্ত
খুঁজিবে তোমারে।
তোমার তুলির কাছে, জাগিছে বুঝি তারি
ছবি
কবিতা যে বঞ্চিতের প্রেম, বিরহী
প্রাণের তব দাবী
হয়তো কিছুকাল লুকিয়ে থাকে সত্যিটা
ধ্রুম্রজালে,
তবু কুয়াশা ভেদিয়া জাগিয়া ওঠিছে রবিটার
ফজলে
এ জাগরিত বিদ্রোহী স্পৃহা যেন এক
পূ্র্ণি ঝল ঝল,
জাগিছে এবার কবির কলম, বিদ্রোহী
গর্জনে চির স্বচ্ছল!
এখনো যায়নি নিভে কবিতার সূর্য্ এই
নীশিথে..
কবি আছে, কবিতা থাকবে,অবহেলিত বঞ্চিত
প্রাণের সংগীতে
নিখিলের প্রতিটি পরতে পরতে যুগের
প্রহরে প্রহরে
এ দীপ্তজ্যোতি মুক্তি আনিছে সৈনিকের
সমরে সমরে.
যেদিন উদিবে তুমি হে কবি- এ বঙ্গ
দেশে..
ওরা থাকিবে না, ওরা দমিবে, তোমার
যুদ্ধ শেষে !
ওদের প্রাণের স্পন্দনে দেহের
শাখাপুঞ্জে আজি
উঠিছে তুফান!ঢুকিছে ভয়! শোধরাতে তারা রাজি।
কবির কবিতায় জয়ধ্বনি উঠিছে বাজি।
ওরে ভয় নেই, ওরে ভয় নেই-
মুক্তির গানটা শুনিবে আজি!
ওরা হারবেই, ওরা হারবেই জগতের যত
পাজি।
যেদিন উদিবে তুমি হে কবি -এ কলম ধরে,
সেদিন মুক্তি প্রত্যাশী দিকপ্রান্ত
খুঁজিবে তোমারে ।
------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment