-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
মানুষের অন্তরে এক জীর্ণক্লান্ত রাত্রি.
ওই কেটে যাবে, ওরে মুমিন যাত্রী।
মানব কল্যাণ তরে আল-কোরআন করছে আহ্বান
ও যে মুক্তির শ্লোগান ।
আধাঁর হতে আঁধারে
দেখায় পথ সত্য নিশানে এপার-ওপারে,
যারা পথহারা
নবীর কল্যাণে পেয়েছিস তোরা.
চির কল্যাণের, চির মুক্তির- আল-কোরআন
।
ওরে মুমিন যাত্রী,
হেদায়েতের পথে কোরআন সেই তোর ধাত্রী
মহর খচিত প্রাণে তোর বাতিল জয়ী তরবারি
এ যে পূনাঙ্গ বিধান এসেছে নবীজির পথ
ধরি
নহে রে বাতিলের দীপালোক,
নহে রে শয়তানের অগ্নি চোখ।
মানুষে মানুষে জাগিছে বিধাতার অপার
আর্শীবাদ,
কে আছিস তোরা ,আয় তোরা আয়, ভুলে যা
জঙ্গীবাদ!
সহজ সরলে তোরে জানিছে অভ্যর্থনা
লুফে নে আল কোরআন, ওরে মুমিন সেনা।
বিচারের দিনে মুক্তির ডাল সে যে তোর
উপহার!
হে সত্যের দিশারী, বিধাতার গোলাম- এ
তোর মণিহার!
এ জিন্দেগী নহে তোর সুখ, ওরে, নহে তোর
বিশ্রাম
কোরআনের চাষাবাদ, সে যে তোর ওপার আরাম
।
ওরে মানব, সেই পথ তোর মুক্তির
আশীর্বাদ,
যে পথে দেখিয়েছে তোরে আল্লাহর
আকাত্ত্ববাদ।
ভয় নাই, ভয় নাই, ওরে মুমিন পাত্র-পাত্রী।
দিকহারা পদে হাদিস কোরআন তোর
সহযাত্রী।
বুঝে নে, চিনে নে, আজই নে জানি
সহজ, সরলে, মুক্তির নিশানে কোরআনের
দীপ্ত বাণী।
কেটে গেছে , কেটে যাবেই, অন্তরের
জীর্ণ্ রাত্রি।
মুক্তি হবেই কোরআনের স্পর্শে, ওরে
মুমিন যাত্রী।
------------------------------------------------রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment