-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এ প্রাণে,
তোমার উপস্থিতি স্পন্দনে স্পন্দনে রাঙা
প্রবাহে
তবু তুমি গড়েছো দূর্গ্ তুমুল যুদ্ধের তাপ দহে!
সে তুমি রয়েছো চেয়ে দৃষ্টিহীন অপলক
চোখে..
আজ যেন তোমার তীক্ষ্ণ দৃষ্টি এক অহংকারী
মুখে!
এখন আর বাজে না প্রাণবন্ত প্রেমের
সংগীত,
এ কি বাদ্য যন্ত্রে মরিচিকা পড়ার
ইঙ্গিত !
না কি তোমার মিথ্যে কোন অভিমান ?
আজ মনে হয় বারে বারে এ ছিল মোর অপরাধ!
এ কোন অভিশাপে প্রেমকে করেছিলাম চাষাবাদ?
তা না হলে কেন এতো বৈরি আচরণ !
খরা, বর্ষা, বন্যা বারে বারে কেড়ে নেয়
সোনালী ফলন ।
ফাল্গুনের ফুলগন্ধে বসন্ত এসেছে বনে
বনে
অথচ তোমার পুস্পতো আর ফুটলো না প্রাণে
।
এ প্রাণে, এ প্রেমে, কত যন্ত্রনা, কত
ব্যথা ,কত বাঁকা-
সেই সব অনুভূতি আজ মৃত্যুর মুখোমুখি
শুধু একা!
---------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment