-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
আমি কি আমার শপথ রেখেছি
প্রতিপদে প্রতিপদে..
উত্তর কি পাই এ জীবন
চলেছি শুধু অপবাদে
নিষ্ঠুর সংঘাতে আমার দল
জনতা বলবে না কথা
বজ্র কঠিন বঙ্গশাসনে
অস্থির –ব্যাকুলতা
দুর্নীতি- লুণ্ঠন, ঘাত-প্রতিঘাত
প্রেমের বিস্তর খেলা
গুম হত্যার শৃঙ্খলা।
যে মরে মরুক, সব অধিকার
হেরে যাক চিৎকার করে-
স্বৈর আজ জয়ী, গণতন্ত্রের প্রাণ
দিয়েছি কবর করে ।
------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment