Sunday, March 3, 2019

দ্রুতই চলে যাচ্ছে




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সুস্থতা, সেই স্বর্গ্ সুখের স্পর্শের মতন;
যখন চাঙ্গা থাকে এ দেহের মনোবল
অঙ্গে অঙ্গে জাগে শক্তির দুরন্ত দল
রক্ত প্রবাহে নাচে রে নাচে এ দেহ প্রাণ
সব হেরে দেয়  দুর্গম পথের কলোতান
যে নেয়ামত সেই বিধাতার অপার করুণা
এ দেহ প্রাণে শক্তি পাই কত না !
আজ যখন অসুস্থ হয়েছি সব তার প্রতিকূলে
দেহ চলে না, প্রাণ হাসেনা জীবনের অনুকূলে.
যৌবনের দুরন্তপনার দিক তাকালে এখনো
মনে হয় যেন  সুস্থতা দুর্বল হবে না কখনো
আজ সেই শরীরের রক্ত প্রবাহ নীল,
ধূসুর বর্ণিল সুস্থ দেহের যৌবন নিখিল
আজ সব অঙ্গে অঙ্গে অসুস্থতার ব্যাথা..
সমুদ্রের উপকন্ঠে নানাবিধ রুগ্ন চিল সেথা
এ কোন পরীক্ষায় অবিতীর্ণ্ দেহ প্রাণ সব !
হে সুস্থতা,
তুমি কি এ মর্ম্ বাণী করেছো অনুভব ?
অনেক অপরিমেয় সুস্থতা চলে গেল;
কি কৃতজ্ঞতা করেছি যিনি নেয়ামত দিল !
সুস্থতা ক্ষণিক, স্থিরতর হতে দেবে না সময়;
সময় চলে যাচ্ছে, দ্রুতই চলে যাচ্ছে মনে হয়..

সুস্থতা প্রভূর নেয়ামত- জীবন তীরে এসে জাগে
দ্রুতেই চলে যাচ্ছে,প্রস্তুত কি যবনিকা আগে ?
------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment