Sunday, March 3, 2019

কেউ কি বলতে পার ?




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বপ্নের রাজ্যে স্বপ্ন আজ ভিখারী
যে স্বপ্নকে হত্যা করেছি সে আজ বিদ্রোহী
সীমান্তে সীমান্তে দ্রোহের  প্রহরী
চৌদিকে উত্তেজিত  আমারই সিপাহী !
আজ আমি সেই স্বপ্নের  সন্ধানে দ্বারে দ্বারে ছুটেছি..
অথচ আমিই তাকে হত্যা করেছি।

অনেক রক্তাক্ত পথ ভুলেগেছি মোহে মোহে..
ভেবেছি বিদ্রোহীরা অধরা রবে- এ বঙ্গ বুকে
আজ আমি আপনার গর্তে পরাজয়ের শোকে..
বিজয়ের ঠিকানা থেকে সরে গেছি স্বার্থের নিখিলে
যাকে হত্যা করেছি তারই খুঁজে আমি..
ওগো  আর ফিরবে না তুমি ?

ওগো স্বপ্নের স্থপতি,
আজ এখানে থমকে গেছি !
যে স্বপ্নকে অপমান করেছি, হত্যা করেছি
আজ তার সন্ধানে নেমেছি..
কেউ কি বলতে পার ,সেই স্বপ্ন আবার কে দেখাবে ?

---------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment