-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
এই অন্তরে ঢুকে গেছে ফরমালিন!
প্রেম জাগে না কষ্ট বুঝে না করেছে
অভিমান
লোভী চক্রের কোলাহলে জ্বলে গেছে অগ্নি
শ্মশান
মানুষ বুঝে না ফরমালিন ঢুকে গেছে
প্রাণে প্রাণে
ফল মুল তরি তরকারি মাছ মাংস নেই সেই
গুনে
তবু প্রাণেরা শোধরে না এক অভিশপ্ত
অভিপ্রায়..
শুধু চায়,শুধু চায়,কেউ জাগে না কারো যাতনায়;
প্রাণ মরে গেছে ভাই,নৈতিকতা ছেড়ে গেছে
বোন,
দূষিতের বিষাক্ত প্রান্তরে সত্যেরা
মরেছে ওগো প্রিয়জন;
লোভীদের অগ্রাসী ছোবলে ছোবলে কোমল
প্রাণ !
কি দোষ বল সেই ফল মুল মাছ মাংস ঔষধের?
এই অন্তরে ঢুকে গেছে ফরমালিন মানুষের!
নিজের হাতে এ দেহ প্রাণে মরণ বোনা
বৃথাই অপরাধী হয়েছে বিধাতার ফুল মুল
শস্য দানা ।
অনৈতিক লোভী অন্তরে প্রেম জাগেনি
কোনক্ষণ
ছল চাতুরি মোনাফেকী ওই প্রাণীদের
মর্ম্ ধন ।
আর কত দিন ?
এবার জাগাও হে আকাশে বাতাসে তোমার
প্রাণ..
পিছু হঠাও, পিছু হঠাও, লোভী যত
নাফরমান ।
এই বিষাক্ত ফরমালিনেরা বলে, আর করো না
অপমান
আমি অপরাধী নই, অপরাধী সেই সব মানুষ
রূপী বেইমান!
লোভীদের বিরুদ্ধে আজিকার প্রতিবাদী
উচ্চারণ
এই অন্তরে ফরমানিলদের করো না আর নিমন্ত্রণ
।
মানুষ বুঝে না ফরমালিন ঢুকে গেছে
প্রাণে প্রাণে ।
-----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment