Monday, March 11, 2019

সব কিছু আছে শুধু তুমি নেই



                                              -কবি আমিনুল এহছান মোল্লা
তোমাকে যখনই দেখি তখনই আমার শরীরে
এক অদ্ভুদ কম্পন  উঠে ;তুমি এলেই
পিঞ্জর ভেঙ্গে ঢুকে যাও ,খুব গভীরে ঢুকে যাও
অতঃপর ---

কিছু একটা বলো শুধু  আমাকেই বলো !
 আর নিষ্ঠুরভাবে লুটে যাও,
 নিভৃতে লুটে যাও  হৃদয়ের প্রতিটি স্পর্শকে
প্রেমের উৎসবে মাতিয়ে রাখো  আমাকে
যেন তুমিই  এ হৃদয়ের শাসক !

তোমাকে যখনই দেখি তখনই আমার হৃদয়ে
এক অদৃশ্য ঝড় উঠে, তুমুল ঝড় উঠে-
আমি অস্থির হয়ে উঠি, ব্যকুল হয়ে উঠি
একটু যদি--

এ হৃদয়ের প্রহরী হবে কি তুমি ?
এক শুন্যতার মাঝে দাঁড়িয়ে তোমাকেই খোঁজিছে এ প্রাণ !
সব কিছু আছে শুধু তুমি নেই--
--------------------------------11-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment