---------মোঃ আমিনুল এহছান
মোল্লা
হৃদয়কে স্পর্শ্ করো,অফুরান
স্পর্শ্ করো প্রেম।
এ এমন কিছু নয়,
কেবলই অদৃশ্য যাদুর অমর
সৃষ্টি তুমি
নিঁখূত ভাঁজে ভাঁজে অবুঝ
স্পন্দন ধ্বনি!
নেচে উঠতে দেখি অস্থি মজ্জার কোষগুলো
অধির অপেক্ষায়, শুধু অপেক্ষায়;
যদি একটু ফিরে..
আমাকে উদ্ধার করো যন্ত্রনার
অভিশাপ থেকে,
নরকের অগ্নি থেকে,দুষ্টের
কালিমা থেকে ।
প্রেম তুমি ফিরে এসো সন্ধির
সিহরে
নির্লোভ পবিত্র মন্দিরে ।
ফিরে এসো স্বপ্নীল ধরণী
বিধির পথে পথে ।
হৃদয় যে নিদারুণ দুঃসময়ে,
বড়ো বেশী একা.
বড়ো বেশী একা,
বড়ো বেশী নিষ্ঠুর প্রেমের
স্পর্শগুলো!
হৃদয়কে স্পর্শ্ করো,অফুরান
স্পর্শ্ করো প্রেম।
এ এমন কিছু নয়,
তুমুল যুদ্ধও থেমে যায়,
হৃদয়ের স্পন্দনও হেরে যায়
থেকে যায় প্রেমের নিযার্স্,গড়ে
উঠে অমর কীর্তি ।
হয়তো কখনো কখনো দু’একটা
অসুরের আর্তনাদ
প্রেমকে উপহাস করে ।
মানব প্রেমের আবেদন ছিলো,
আজ হৃদয়
প্রেম শূন্য ,স্পন্দনহীন
ভাস্কর্য্ !
হে প্রেমিক, হে প্রেমিকা…
হৃদয়কে স্পর্শ্ করো,অফুরান
স্পর্শ্ করো প্রেম।
-------------------,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment