----------মোঃ আমিনুল এহছান
মোল্লা
এ জাতিকে সাফল্যের গল্প
কে শোনাবে?
কে দেখাবে জাতিকে মুক্তির
পথ, কে সে ?
বিজয় তো জাতির সেই জম্ম
থেকে অধিকার
এ প্রেম তো হৃদয়ের অঙ্গিকার।
মুক্তির পরাজয় বলে কিছু
নেই
স্বপ্নের র্ব্খতা বলে কিছু
নেই,
আছে শুধু প্রেমহীন হৃদয়ের
উত্তাপ ।
সাফল্য তো জাতির রন্ধে
রন্ধে শিরা উপশিরায়
তবে কেন?
এতো নিষ্ঠুর সাধনা প্রাণের
স্পন্দনে স্পন্দনে !
কেন দেখি করুণ চিত্র একই
গানের সুরে সুরে !
কেন পারিনা গাইতে.
আমার সোনার বাংলা, আমি
তোমায় ভালবাসি ।
অজস্র গর্জ্ন আছে কিন্তু
হৃদয় নেই, প্রেম নেই
প্রেম তো বিদ্রোহীর মতো
র্নিদয় নয়, যে হৃদয়কে ধোঁকা দেবে।
প্রাণের একেকটি রক্ত বিন্দু
,একেকটি স্পর্শের বিজয় নিশান,
যে কিনা সেজেছে লাল-সবুজে,
চির সাম্যের ফটকে ফটকে,
এ জাতিকে সাফল্যের গল্প
কে শোনাবে ?
কে দেখাবে জাতিকে মুক্তির
পথ, কে সে ?
---------------------,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর, ।
No comments:
Post a Comment